টাঙ্গাইলের মির্জাপুরে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া আব্দুর রাজ্জাকের বাড়ির পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, একটি এপাচি মোটরসাইকেল, ৩০ হাজার ৮১০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী হলেন- বাঁশতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রনি মিয়া (২৪) ও সখিপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বহুরিয়া গ্রামের মহর আলী মিয়ার ছেলে মো. সজিব (২০)।
পুলিশ জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রনি মিয়া ও সজিবের নিকট থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ৩০ হাজার ৮১০ টাকা একটি এপাচি মোটরসাইকেল ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।
মির্জাপুর থানা উপ-পরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত