গত বছরের ৩১ মের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা বাংলাদেশি কর্মীদের জন্য নতুন নিয়োগ অনুমোদন দিয়েছে দেশটির সরকার। কনস্ট্রাকশন এবং ট্যুরিজম সেক্টরে এসব শ্রমিককে নিয়োগ দেওয়া হবে। গতকাল কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মীদের নিতে ডিমান্ড লেটার বা চাহিদাপত্র সত্যায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের (এফডব্লিউসিএমএস) অনলাইন পোর্টালে চেকলিস্ট অনুযায়ী নির্ধারিত সব তথ্য দাখিল করতে হবে। এরপর দাখিল করা তথ্যাদির মূল কপি এবং এক সেট ফটোকপি বাংলাদেশ হাইকমিশনে জমা দিতে হবে।
এদিকে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশন অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাবাহ প্রদেশে কর্মী নিয়োগের ব্যাপারে বর্তমানে মালয়েশিয়া সরকারের সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি নেই। বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে। সাবাহ গমনেচ্ছুদের পাসপোর্ট ও টাকা লেনদেন না করতে সতর্ক করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সংঘবদ্ধ চক্র সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর কথা বলে পাসপোর্ট এবং নগদ টাকা নিচ্ছে বলে জানা গেছে। মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হতে অনুরোধ করা হচ্ছে। সাবাহ প্রদেশে কর্মী নিয়োগের অনুমতি পাওয়া গেলে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের ওয়েবসাইটে জানানো হবে।