রংপুরের পীরগঞ্জে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে বেলাল হোসেন (১২) নামে এক শিশুকে হত্যা করেছে মাদকাসক্ত বিটুল মিয়া (২৫)। ওই ঘটনায় যৌথ বাহিনী দুই নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মদনখালী ইউনিয়েনের হাসারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাসারপাড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলে বেলাল তার দুই বন্ধুকে নিয়ে বাড়ির পাশে বড়দহ বটতলা নামক স্থানে গরুর ঘাস আনতে যায়। এ সময় মাদকাসক্ত বিটুল বেলালের সঙ্গে অহেতুক অশালীন ভাষায় কথা বলতে শুরু করে। একপর্যায়ে বিটুলের সঙ্গে থাকা চাইনিজ কুড়াল দিয়ে বেলালের মাথায় কোপ দেয়। গুরুতর আহত বেলালকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় নিহতের বাবা মোখলেছার ছয়জনকে আসামি করে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে যৌথবাহিনী অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আনারুল ইসলাম ওরফে বিটুল (২২), নজরুল ইসলাম (৬০), মোস্তারুল ইসলাম (২৭), আনজারুল ইসলাম (২৩), কহিনুর বেগম (৫০) ও সুইটি বেগমকে (২৯) গ্রেপ্তার করে। তারা সবাই হাসারপাড়া গ্রামের বাসিন্দা। পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক জানান, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।