মেহেরপুর সদরের বারাদি ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার বিকালে পাটকেলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ হয়। ফলে সম্মেলনটি প হয়েছে।
কমিটিতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সামস্ ই আলম ও তাহাজ রহমান এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জাফর আলী এবং সকমান আলী। কমিটিতে সামস্ ই আলম ও জাফর আলী এবং তাহাজ রহমান ও সকমান আলী এই দুই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা হয়। কমিটি গঠনের শুরু থেকেই উপস্থিত ভোটারদের মধ্যে আওয়ামী লীগের লোকজন আছে বলে দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ তোলে। পরে ৬ নম্বর ওয়ার্ডের ভোটারদের রেজিস্ট্রেশন শেষে বহিরাগতদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। একপর্যায়ে বহিরাগতদের সরানো নিয়ে দুই পক্ষ হাতাহাতি ও সংঘর্ষে জড়ায়। এতে পাঁচ নেতা-কর্মী আহত হন। পরে কমিটি গঠন কার্যক্রম স্থগিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান হাফি, ওমর ফারুক লিটন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজমুল হোসেন মিন্টু।