এবার নিজ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করল কানাডা সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী নানা পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে এ সতর্কতা জারি করল কানাডা। ইতোমধ্যে জার্মানি, যুক্তরাজ্য, ডেনমার্ক, ফিনল্যান্ড একই ধরনের ভ্রমণ সতর্কতা জারি করেছে। এর ফলে যুক্তরাষ্ট্রে ট্যুরিজম ব্যবসায় বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউরোপের আরও কটি দেশ প্রকাশ্যে ঘোষণা না দিলেও যুক্তরাষ্ট্র সফরের ব্যাপারে সবাইকে সাবধান করেছে। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতিতে ক্ষুব্ধ দেশসমূূহ কূটনৈতিক যুদ্ধের অংশ হিসেবে শিগগিরই আরও কিছু পদক্ষেপ নেবে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্র ভ্রমণরত কানাডিয়ানদের মধ্যে যারা ৩০ দিনের বেশি সময় ধরে অবস্থান করছেন তাদের যুক্তরাষ্ট্রের প্রশাসনে নথিভুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যারা নথিভুক্ত হবেন না তারা জরিমানাসহ অন্যান্য শাস্তির সম্মুখীন হবেন বলে ট্রাম্প প্রশাসন উল্লেখ করেছে। এর আগে কখনো এমন পরিস্থিতি দেখা যায়নি। কানাডার বেশ কিছু নাগরিককে যুক্তরাষ্ট্রে আসার সময় বোর্ডার কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন, কয়েকজনকে ডিটেনশন সেন্টারেও নেওয়া হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কানাডা সরকার এমন সতর্কতা জারি করল।