টেকনাফে গত তিন মাসে উদ্ধার হওয়া প্রায় ৪৬ কোটি টাকা মূল্যের ইয়াবা ও গাঁজা ধ্বংস করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (১৬ মে) দুপুরে টেকনাফ বিসিজি স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ টেকনাফ বিসিজি স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর এক সংবাদ সম্মেলনে জানান, এ বছর ২৭ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ১২টি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে কোস্ট গার্ড এককভাবে এবং র্যাবের সঙ্গে সমন্বয়ে সমুদ্র উপকূলীয় এলাকা থেকে মোট ৯ লাখ ৬ হাজার ৪৭০ পিস ইয়াবা ও ৬০ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৪৫ কোটি ৫০ লাখ ৪৭ হাজার টাকা।
তিনি আরও জানান, এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা ও সাধারণ ডায়েরি করা হয়। আলামত হিসেবে ৯৮০ পিস ইয়াবা ও ১৭৫ গ্রাম গাঁজা থানায় জমা দেওয়া হয়েছে। বাকি ৯ লাখ ৫ হাজার ৪৯০ পিস ইয়াবা ও ৬০ কেজি ২২৫ গ্রাম গাঁজা ধ্বংসের নির্দেশ দেন কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
মাদক ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন কোস্ট গার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ, কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ ও শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সিফাত উল্লাহ তাসনিম আলম, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন এবং সংশ্লিষ্ট ল্যাব প্রতিনিধিরা।
লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর বলেন, 'নিয়মিত অভিযানের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক চোরাচালান রোধে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।'
বিডি প্রতিদিন/আশিক