ভোলার চরফ্যাশনে দরিদ্র চক্ষুরোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে নিজাম-হাসিনা ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের আরও একটি চিকিৎসা কেন্দ্র চালু হয়েছে। শুক্রবার (১৬ মে) সকালে চরফ্যাশন উপজেলার শহরের শরীফপাড়ায় ‘ভিশন সেন্টার’ নামে নতুন এই কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
বিভিন্ন সময় চক্ষুরোগে ভোগা তিনজন রোগী ফিতা কেটে কেন্দ্রটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন আহমেদ, চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভন বসার, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
‘ভিশন সেন্টার’ কর্তৃপক্ষ জানায়, উদ্বোধনের দিন ১২ জন রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন এবং শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এ ছাড়া, প্রতি শুক্রবার এই কেন্দ্রে দরিদ্র ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হবে বলে জানানো হয়।
এতদিন চরফ্যাশন ও লালমোহন উপজেলার রোগীদের চিকিৎসার জন্য ভোলা জেলা শহরের নিজাম-হাসিনা ফাউন্ডেশন চক্ষু হাসপাতালে যেতে হতো। এখন স্থানীয় পর্যায়ে সেবা পাওয়ায় উপকৃতরা সন্তোষ প্রকাশ করেছেন।
বিডি প্রতিদিন/আশিক