জলদস্যু সন্দেহে কোস্টগার্ডের হাতে আটক পাঁচজনকে নিরীহ ট্রলার যাত্রী দাবি করে তাদের মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বরিশাল নগরীর সদর রোডে অশি^নী কুমার হলের সামনে মানববন্ধন করেন তাদের গ্রামবাসী। মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা এবং দিনমজুর মো. মামুন মোল্লা (৪২), আনোয়ার হাওলাদার (৪১), মো. জুয়েল শেখ (২৬), পান্নু মোল্লা (৩২) ও নাজমুল হাওলাদারকে (৩৮) গত ১৯ মার্চ ট্রলার থেকে আটক করে কোস্টগার্ড ভোলা সদর থানায় হস্তান্তর করে।
মানববন্ধনে সাবেক ইউপি সদস্য মান্নান শেখ, গাফফার, মিন্টু মৃধা, নুরনবী চৌকিদার, কাজী আবু তালেবসহ স্থানীয় বাসিন্দা ও আটককৃতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কোস্টগার্ড দাবি করছে, জলদস্যুদের ধরতে কোস্টগার্ড জেলের বেশে নদীতে জাল ফেলেছিল। জলদস্যুরা হামলা করলে দেশি অস্ত্রসহ পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, ১৯ মার্চ রাত ১১টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর ঘাট থেকে ঘাগুরিয়া যাওয়ার সময় তেতুলিয়া নদীতে জলদস্যুর আক্রমণের শিকার হয় আনোয়ার মাঝির যাত্রীবাহী ট্রলার। এ সময় যাত্রীদের ডাকচিৎকারে ঘটনাস্থলে কোস্টগার্ডের ভোলা দক্ষিণ জোনের সদস্য এবং গ্রামবাসীর ধাওয়ায় ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। তবে কোস্টগার্ড সদস্যরা ডাকাত সন্দেহে ট্রলার থেকে ওই পাঁচ যাত্রীকে আটক করেছে। বক্তারা বলেন, ঘটনার পরপরই আটকের বিষয় নিয়ে প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো কাজ হয়নি। তাই ডাকাত সন্দেহে আটক নিরীহ যাত্রীদের মুক্তির দাবি জানাতেই মানববন্ধন করা হয়েছে।