ভালো নেই কুষ্টিয়া শহরের উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্র নামের বৃদ্ধাশ্রমে থাকা মায়েরা। রমজানে যেন আরও বিষাদের স্মৃতি ঘিরে ধরেছে তাদের। সবাই অপেক্ষায় প্রহর গুনছেন কবে তাদের কাছে আসবেন প্রিয় মানুষ।
সরেজমিন গিয়ে দেখা যায়, কেউ বসে আছে, কেউ রান্নার জন্য লাকড়ি কেটে প্রস্তুত করছেন। কেউ আবার বসে হাদিসের বই পড়ছেন। কয়েকজন রান্নার প্রস্তুতি নিচ্ছেন। পুরোনো একটি বাড়ির দরজা জানালার ঠিক নেই। খসে পড়েছে দেওয়ালের পলেস্তারাও।
বৃদ্ধাশ্রমের বাসিন্দা পারুল বেগম বলেন, এখানে আমরা ৩০ জন অসহায় নারী থাকি। সঙ্গে এ জায়গার (প্রতিষ্ঠানের) আরও দুজন। সবাইকে তিন বেলা খাবার দেওয়া হয়। খুব ভালো খাবার না পেলেও যা পাই তা খেয়ে কোনো রকম বেঁচে থাকা যায়।
বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নানা সংকটে পড়েছেন বলে জানান বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ। দেশের বর্তমান পরিস্থিতে কমে গেছে সাহায্য সহযোগিতার পরিমাণ। তাই বৃদ্ধাশ্রমে থাকা মায়েদের তিন বেলার খাবার জোগাড় করতে হিমসিম খেতে হচ্ছে তাদের। এসব অসহায় মায়েদের ভালোভাবে রাখতে সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আফরোজা ইসলাম।
উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যান ইফতেখার হোসেন মিঠু বলেন, সব কিছুই আল্লাহ চালিয়ে নিচ্ছেন। কারণ বর্তমান সময় বাজারের যে ঊর্ধ্বগতি সেই সঙ্গে কমেছে সাহায্য সহযোগিতার পরিমাণও। তার পরেও অতিকষ্টে এখানকার মায়েদের মুখে খাবার তুলে দিচ্ছি। তিনি এক টুকরা সরকারি জায়গা এ প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।