পেডিকিউর আমরা সবাই কম বেশি করি। এখন সৌন্দর্য চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পেডিকিউর। কেউ নিয়মিত করায় আবার কেউ কোন উৎসবের আগে করিয়ে নেয়।
কিন্তু বেশির ভাগ সময় আমরা অনেকেই এতো তাড়াতাড়ি কাজটা শেষ করতে চাই যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করি না। চলুন আজ সেই জরুরী বিষয়গুলো জেনে নেয়া যাক-
কী কী দেখে সাবধান হবেন
প্রতিদিন অনেক মানুষই পার্লারে যান। তাদের মধ্যে অনেকের ত্বকের নানা সমস্যা থাকতে পারে। এ ক্ষেত্রে পেডিকিউরের যন্ত্রগুলো প্রতিবার ব্যবহারের পর জীবাণুমুক্ত করা না হলে সংক্রমণের আশঙ্কা থেকে যায়। শুধু পায়ে বা নখে ছত্রাকের সংক্রমণের ভয় নয়, অনেক ক্ষেত্রে রক্তবাহিত রোগ ছড়ানোর ঘটনাও ঘটতে পারে। কিউটিকল কাটার যন্ত্রগুলো সঠিকভাবে জীবাণুমুক্ত করা না হলে হেপাটাইটিস সি-এর মতো রোগ ছড়ানোর ঝুঁকি থাকে।
পেডিকিউরের পানির পাত্রের পরিচ্ছন্নতা
সাধারণত পার্লারে একই পানির পাত্র সবার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এমনকি বাড়ি এসে যারা রূপচর্চা করেন, তারাও একই পাত্র বারবার ব্যবহার করেন। ফলে জীবাণুর উপস্থিতি থেকেই যায়।
পেডিকিউরের যন্ত্রপাতি
নখ কাটা, ফাইল করা, কিউটিকল কাটা এবং মৃত ত্বক অপসারণের সব যন্ত্রপাতি বারবার ব্যবহার করা হয় পার্লারে। যদি দেখেন, সেগুলো জীবাণুমুক্ত করা হয়নি, তাহলে জেনে নিন, সেগুলো ব্যবহার করাও বিপজ্জনক।
রূপচর্চা শিল্পীর পরিচ্ছন্নতা বোধ
অপরিষ্কার বা জীবাণুমুক্ত না করা হাত এবং গ্লাভস না পরে থাকলে বুঝবেন সেখানে পেডিকিউর করা উচিত নয়।
পেডিকিউরের পর প্রতিক্রিয়া
বিশেষ কোনো পণ্য থেকে অ্যালার্জি হতে পারে। স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে ময়েশ্চারাইজার ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক হতে হবে। যদি তা না করেন, তাহলে অ্যালার্জি রিঅ্যাকশন হতে পারে। সে ক্ষেত্রে পার্লার পরিবর্তনের কথা ভাবতেই হবে।
তবে এ কথা ঠিক যে পেডিকিউরের প্রয়োজনীয়তা রয়েছে। অনেকেই নিজে নিজে করার মতো যথেষ্ট পারদর্শী হন না বলেই রূপচর্চা শিল্পীর দ্বারস্থ হন। বাড়িতে ডেকে পেডিকিউর করান বা পার্লারে গিয়ে, সব ক্ষেত্রেই সতর্ক হতে হবে। নিয়মিত পা পরিষ্কার রাখা, ইন-গ্রোন নখ, কিউটিকল কাটা, মৃত ত্বক অপসারণ, এ সবই আসলে দরকারী। পায়ের স্বাস্থ্যবিধি মেনে চলা কিন্তু সামগ্রিক স্বাস্থ্যরক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাই পার্লারে পেডিকিউর করানোর আগে কয়েকটি কৌশল মেনে চলতে পারেন
পার্লার সম্পর্কে সম্পূর্ণ অবগত হওয়া
একাধিক পার্লারে গিয়ে বা লোকমুখে শুনে শুনে অথবা অনলাইনে ‘রিভিউ’ পড়ে বুঝে যাবেন, কোন পার্লারে সবচেয়ে বেশি স্বাস্থ্যবিধি মেনে চলা হয়। তার পর সেটিকেই বেছে নিন প্রতিদিনের রূপচর্চার জন্য।
পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর রাখুন
সেরা পার্লারটি বেছে নেওয়ার পর সেখানে গিয়ে পরীক্ষানিরীক্ষা করে নিন। সরঞ্জামগুলো পরিষ্কার করা হচ্ছে কি না, অথবা স্যানিটাইজ করা হচ্ছে কি না, দেখে নেবেন।
নিজের সরঞ্জাম ব্যবহার করুন
সবচেয়ে কার্যকরী ও নিরাপদ উপায় অবলম্বন করা ভালো। সেক্ষেত্রে নিজের বাড়ির জিনিস নিয়ে গেলে সংক্রমণের আর ভয় থাকবে না। পার্লারে হোক বা নিজের বাড়ি, রূপচর্চা শিল্পীর হাতে তুলে দিন যন্ত্রপাতি। তারপর কাজ হয়ে গেলে ফিরে এসে নিজের হাতে ধুয়ে নিন।
সরাসরি কথা বলুন
আপনার যে পরিচ্ছন্নতা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে, সে বিষয়ে সরাসরি রূপচর্চা শিল্পীকেই বলুন। পার্লারের স্বাস্থ্যবিধির বিষয়ে প্রশ্ন করুন। কোনো অ্যালার্জি বা রোগ থাকলে তাঁকে সেটি জানিয়ে রাখুন।
প্রাকৃতিক পণ্য বেছে নিন
এমন পার্লার বেছে নিন যেখানে রাসায়নিক ব্যবহারের পরিবর্তে প্রাকৃতিক পণ্য ব্যবহার করা হয়। এভাবে ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ