সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ‘সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা সরকার কর্তৃক মেনে নেওয়া ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
গতকাল কলেজের ছাত্রসংসদের সামনে ‘তিতুমীর ঐক্য’র আয়োজনে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্যের উপদেষ্টা সদস্য আলী আহমেদ ও রায়হান। এ সময় উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের শিক্ষার্থী মো. বেলাল হোসেন, নায়েক নূর মোহাম্মদ, তাবাসসুম সুরাইয়া প্রমুখ।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যৌক্তিকতা নিয়ে ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে ৯৪ পৃষ্ঠার একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন জমা দেওয়া হয়। তবে প্রতিবেদনটি মন্ত্রণালয় থেকে হারিয়েছে বলে দাবি করে। পরবর্তীতে ২৪ সালের ৩ ডিসেম্বর পাঁচ সদস্যবিশিষ্ট যাচাই কমিটির বাস্তবসম্মত কার্যক্রম দেখা যায়নি। উল্টো ছয় কলেজের সঙ্গে ‘প্রহসন’মূলক তিতুমীরকে যুক্ত করে ২৯ ডিসেম্বর সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন কমিটি গঠন হয়। রাষ্ট্র ও শিক্ষা সিন্ডিকেটের এমন প্রেসক্রিপশন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। ছয় দফা দাবি হলো- সরকারি তিতুমীর কলেজের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় কাঠামো গঠন করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু করা, স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি বরাদ্দ দেওয়া, আবাসন সংকট নিরসন, শিক্ষক সংকট সমাধান, আন্তর্জাতিক মানের গবেষণাগার ও গ্রন্থাগার নির্মাণ এবং সহশিক্ষা ও গবেষণা কার্যক্রমে বাজেট বরাদ্দ নিশ্চিত করা।