ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি সেখানে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ গতকাল নিশ্চিত করেছেন।
৩৯৬ জন যাত্রী এবং ১২ জন ক্রু নিয়ে বিমানটি দুবাই যাওয়ার মাঝপথে আকাশে একটি প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়। ফলে গতিমুখ পরিবর্তন করে বুধবার মধ্যরাতে নাগপুর বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে বলে জানিয়েছেন নাগপুর বিমানবন্দরের সিনিয়র কর্মকর্তা আবিদ রুহি। বিমানবন্দরের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বিমানের সব যাত্রী এবং ক্রুরা অক্ষত আছেন। ট্রানজিটের সময় বিমানটিতে একটি প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। এ অবস্থায় সতর্কতামূলক নিকটতম হিসেবে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।’ অবতরণের পর সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরনের সতর্কতা গ্রহণ করে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই এয়ারলাইনসের আরেকটি বিমানে দুবাইগামী যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে।