রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দাবি আদায়ের আন্দোলনে রয়েছেন এমপিওভুক্ত ও বেসরকারি প্রাথমিকের শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানানো হয়েছে। এমপিওভুক্ত শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তবে পুলিশের বাধার মুখে পল্টন মোড়ের দিকে চলে যান তারা। এর আগে মঙ্গলবার একই দাবিতে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করেছিলেন। কিন্তু পুলিশি বাধায় তাদের সে পদযাত্রা আটকে যায়। আজ এই শিক্ষকরা সমাবেশের ঘোষণা দিয়েছেন। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে তাদের কর্মসূচি চলমান রয়েছে।
শিক্ষকরা বলছেন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না তারা। সংগঠনের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজীজী বলেন, জাতীয়করণের দাবি মেনে না নেওয়া হলে শিক্ষকরা পরিবার-পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে।
এদিকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা স্কুল জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। গতকাল সরেজমিন দেখা গেছে, শতাধিক শিক্ষক-শিক্ষিকা দাবি আদায়ে স্লোগান দিচ্ছেন। তারা ‘বেসরকারি প্রাইমারি করে দাও সরকারি’, ‘চাকরি আছে বেতন নাই এমন কোনো দেশ নাই’ ইত্যাদি স্লোগান দিয়ে যাচ্ছেন।