মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর আসে খুশির ঈদ। সেজন্য মুসলিম বিশ্বের নজর থাকে ঈদের দিনকে ঘিরে। আগামী ৩০ মার্চ এ বছরের ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মিসরের জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও ভূ-ভৌতিক গবেষণা ইনস্টিটিউট (এনআরআইএজি)।
এই তারিখটি বিভিন্ন আরব দেশের পূর্বাভাসের সঙ্গেও সামঞ্জস্য রেখেছে বলে জানিয়েছে এনআরআইএজি। যা রমজানের সমাপ্তি এবং ইসলামিক ক্যালেন্ডারের শাওয়াল মাসের সূচনার ইঙ্গিত দেয়।
এনআরআইএজি জানিয়েছে, শাওয়াল মাসের চাঁদ ২৯ মার্চ কায়রো সময় দুপুর ১টায় উদিত হবে এবং ওই দিন সূর্যাস্তের পর প্রায় ১১ মিনিট দৃশ্যমান থাকবে।
এর ভিত্তিতে ৩০ মার্চ ঈদের প্রথম দিন হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে মিসরের শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষ ‘দার আল-ইফতা’। ইসলামী শরিয়াহ অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ ঘোষণা করে তারা।
ঈদুল ফিতর উপলক্ষে মিশরে আগামী ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি থাকবে বলে নিশ্চিত করেছে মিসর সরকার।
এদিকে বাংলাদেশ সরকার ঈদুল ফিতরে ৯ দিন ছুটি ঘোষণা করেছে। আগামী ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এসব ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।