ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধ বন্ধে মিসরের শারম আল-শেইখে আলোচনা চলছে। আর এ আলোচনা ইতিবাচক হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।
কায়রোতে পুলিশ কর্মকর্তাদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সিসি বলেন, ‘গতকাল কাতার, মিসর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা শারম আল-শেইখে পৌঁছেছেন। আর আমি আলোচনাস্থল থেকে যে খবর পাচ্ছি এগুলো খুব আশাজাগানিয়া।’ মিসর যুদ্ধ বন্ধে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন সিসি। তিনি আরও বলেন, ‘একটি যুদ্ধবিরতি, বন্দি ও আটকদের ফিরিয়ে আনা, গাজা পুনর্গঠন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া যা ফিলিস্তিন রাষ্ট্র গঠন করবে- এটির অর্থ হলো আমরা দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার সঠিক পথে রয়েছি।’ যদি চলমান আলোচনার মাধ্যমে গাজা যুদ্ধ বন্ধ ও যুদ্ধবিরতি হয় তাহলে চুক্তিটি সশরীরে করতে প্রেসিডেন্ট ট্রাম্পকে মিসরে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। গত তিন দিন ধরে মিসরে যুদ্ধবিরতির আলোচনা চলছে। এখন পর্যন্ত এ আলোচনা ভালোভাবে চলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
বন্দিদের নামের তালিকা হস্তান্তর করেছে হামাস : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধ শেষ করার পরিকল্পনা নিয়ে মিসরে চলমান আলোচনার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। গতকাল সংগঠনটি জানিয়েছে, এই পরিকল্পনার বন্দি অদলবদল চুক্তির অংশের জন্য তারা ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের নামের একটি তালিকা বিনিময় করেছে। হামাস আরও জানিয়েছে, আলোচনায় যুদ্ধ থামানোর প্রক্রিয়া, গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং বন্দি বিনিময় চুক্তির বিষয়টিতে বেশি জোর দেওয়া হচ্ছে। আলোচনার বিষয়ে জ্ঞাত ফিলিস্তিনি একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আলোচনায় অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হবে হামাসকে অস্ত্র ত্যাগ করার জন্য চাপ দেওয়া, তারা এখনো পর্যন্ত এ বিষয়টি নিয়ে আলোচনায় অনিচ্ছুক। এ সূত্র আরও জানিয়েছে, মিসরের অবকাশ যাপন শহর শারম আল-শেইখে চলা আলোচনায় প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফা প্রস্তাবের প্রথম পর্ব বাস্তবায়নের সময়কাল নিয়ে কোনো সমঝোতা হয়নি। ইসরায়েলে হামাসের হামলা ও গাজা যুদ্ধের সূচনার বর্ষপূর্তির দিন মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প একটি চুক্তির জন্য হওয়া অগ্রগতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। শারম আল-শেইখে চলমান পরোক্ষ শান্তি আলোচনার তৃতীয় দিনে একটি মার্কিন প্রতিনিধিদল যোগ দেবে। -টাইমস অব ইসরায়েল
এই দলে বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও আছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে কুশনার যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূতের দায়িত্ব পালন করেছিলেন।