জম্মু-কাশ্মীরে অবিরাম বৃষ্টির মধ্যে ভূমিধস ঘটায় মাতা বৈষ্ণদেবীর যাত্রাপথে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। গতকাল ভোরের দিকে অর্ধকুমারী নামক এলাকার কাছে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৩ জন। ভূমিধসের কারণে কিছু মানুষ ধ্বংসস্তূপের তলায় আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গত তিন দিন ধরে জম্মু-কাশ্মীরের একাধিক জেলায় টানা বর্ষণ হয়ে হচ্ছে। ফলে অঞ্চলটির একাধিক এলাকায় হড়পা বান ও ভূমিধস দেখা দিয়েছে। এতে জম্মুতে বেশ কিছু বড় বড় অবকাঠামো, অনেক সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ পরিষেবা এবং মোবাইল নেটওয়ার্ক পরিষেবাও ব্যাহত হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত সাড়ে তিন হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। গতকালের ঘটনার পর উদ্ধারকাজে নামানো হয়েছে জেলা প্রশাসন, জম্মু-কাশ্মীর পুলিশ, জাতীয় দুর্যোগ মোকাবিলা টিম, রাজ্য দুর্যোগ মোকাবিলা টিম, ভারতীয় সেনাবাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের। প্রাকৃতিক বিপর্যয়ে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে জম্মু সিটি, আরএস পুরা, সাম্বা, আখনুর, নাগরোটা, বিজয়পুর এবং উধমপুর ও কাঠুয়ার কিছু অংশ।
গতকাল পর্যন্ত জম্মু ডিভিশনের স্কুল, কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। জম্মু-কাশ্মীর রাজ্য শিক্ষা দপ্তরও তাদের সব পরীক্ষা আপাতত স্থগিত ঘোষণা করেছে।
এ অবস্থায় ভূমিধসে ৩১ জনের মৃত্যুর পর আপাতত বৈষ্ণোদেবীর যাত্রা বন্ধ রাখা হয়েছে।