২০২৩ সালের দাঙ্গার ঘটনায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন আবেদনের শুনানির জন্য ১২ আগস্ট দিন ধার্য করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। এ দিন প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে বিচারপতি মুহাম্মদ শফি সিদ্দিকী ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ শুনানি করবেন। ইমরানের আইনজীবী সালমান সফদারের অনুপস্থিতির কারণে সুপ্রিম কোর্ট এর আগে কার্যক্রম স্থগিত করেছিলেন।
২০২৪ সালের নভেম্বরে লাহোরের একটি সন্ত্রাসবিরোধী আদালত ২০২৩ সালের ৯ মে দাঙ্গার সঙ্গে সম্পর্কিত মামলায় ইমরানকে জামিন দিতে অস্বীকৃতি জানায়, যার মধ্যে লাহোরের কর্পস কমান্ডারের বাসভবনে হামলাও অন্তর্ভুক্ত ছিল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ইমরান খানের দায়ের করা চ্যালেঞ্জ লাহোর হাই কোর্ট খারিজ করে দেন। জামিন আবেদন খারিজের বিরুদ্ধে লাহোর হাই কোর্টের আপিল আবেদনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ইমরান খান।
২০২৩ সালের ৫ আগস্ট গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাবন্দি আছেন সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান খান।