কক্সবাজারের হোটেল-মোটেল জোন ও শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার এ অভিযানের নেতৃত্ব দেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম।
অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য, পুড়া তেল এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৪টি নামি-দামি রেস্তোরাঁকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে কলাতলী সুগন্ধা পয়েন্টের দারুচিনি রেস্তোরাঁকে ৩০ হাজার, কলাতলী ফ্রেশ ইন রেস্তোরাঁকে ২০ হাজার, কলাতলী রেস্তোরাঁকে ২০ হাজার এবং কলাতলী স্যান্ডি বীচ রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকাসহ মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল