সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে ‘এয়ার শো’ প্রদর্শনীর সময় একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে যুদ্ধবিমানের পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।
দুর্ঘটনার একটি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড’ (হ্যাল)-এর তৈরি যুদ্ধবিমানটি তেজস ‘এয়ার শো’-এ উপস্থিত জনতার জন্য প্রদর্শনী উড়ান দিচ্ছিল। সেই সময়েই ভেঙে পড়ে বিমানটি। এতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।
এদিকে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) নিশ্চিত করেছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত পাইলটের শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।
এ নিয়ে তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার দ্বিতীয় ঘটনা। এর আগে ২০২৪ সালে রাজস্থানের পোখরানে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে একটি তেজস বিধ্বস্ত হয়েছিল। ওই সময় অবশ্য পাইলট দুর্ঘটনার আগেই বিমান থেকে বেরিয়ে যেতে পেরেছিলেন।
তেজস একটি একক ইঞ্জিনযুক্ত, বহু কার্যক্ষমতাসম্পন্ন (মাল্টিরোল) দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান। এর আধুনিকতম সংস্করণ ‘তেজস মার্ক-১এ’ নাসিকে হ্যাল-এর কারখানায় তৈরি হচ্ছে। এই যুদ্ধবিমান আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি, দু’টি ক্ষেত্রেই হামলা চালাতে দক্ষ।
অ্যারোনটিক্স লিমিটেড (এইচএল) দ্বারা নির্মিত দ্বিতীয় সুপারসোনিক যুদ্ধবিমান। ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) জন্য তেজস মার্ক ১ এর উৎপাদন করা হয় ২০১৬ সালে। ওই সময়ে নৌ সংস্করণটি ভারতীয় নৌবাহিনীর (আইএন) জন্য উড়ানের পরীক্ষা চালাচ্ছিল।
আইএএফ-এর জন্য প্রয়োজনীয়তা ছিল ২০০ টি একক আসনের যুদ্ধবিমান ও ২০ টি দ্বি-আসনযুক্ত প্রশিক্ষণে ব্যবহারের যুদ্ধবিমান, যখন আইএন কমপক্ষে ৪০ টি সিঙ্গেল সিট যুদ্ধবিমানের প্রয়োজন ছিল। প্রথম তেজাস আইএএফ ইউনিট ২০১৬ সালের ১ জুলাই ৪৫ নং স্কোয়াড্রন আইএএফ ফ্লাইং ডগার দুটি বিমান নিয়ে গঠিত হয়।
সূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল
বিডি প্রতিদিন/কামাল