বৃহস্পতিবার ভোরে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরে বন্দুকযুদ্ধে দুই অনুপ্রবেশকারী নিহত হয়েছে। ভারতীয় সেনার গুলিতে তারা প্রাণ হারান।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীর পুলিশের গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সেনা ও পুলিশ যৌথভাবে গুরেজ সেক্টরে অপারেশন শুরু করে। ভোররাতে সন্দেহজনক গতিবিধি চোখে পড়ে নিরাপত্তা বাহিনীর।
ভারতীয় সেনার দাবি মতে, অনুপ্রবেশ চ্যালেঞ্জ করতেই অনুপ্রবেশকারীরা নির্বিচারে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় সেনা।
সূত্র: ইন্ডিয়া.কম
বিডি প্রতিদিন/নাজমুল