ভারত নিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীরে আকস্মিক ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় ২০০ জন মতো। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে কিশ্তওয়ার জেলার চাসোটি এলাকায় এই দুর্যোগ ঘটে। দ্বিতীয় দিনের মতো উদ্ধার তৎপরতা চলছে।
চাসোটি হিন্দু তীর্থযাত্রীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। বৃষ্টির কারণে পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসে পানি, কাদা । মুহূর্তের মধ্যে রাস্তাগুলো রূপ নেয় প্রবল স্রোতের নদীতে। বেশ কয়েকটি ভবন ও যানবাহন ভেসে যায়।
স্থানীয় কর্মকর্তাদের মতে, ঘটনাস্থলে বহু তীর্থযাত্রী দুপুরের খাবারের জন্য একটি অস্থায়ী কমিউনিটি কিচেনে জড়ো হয়েছিলেন। বন্যার পানিতে রান্নাঘরসহ আশপাশের কাঠামো ভেসে যায়। এর মধ্যে এক নিরাপত্তা চৌকিও ধ্বংস হয়।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি প্রবল বৃষ্টিপাতের (ক্লাউডবার্স্ট) কারণে হয়েছে। অর্থাৎ এক ঘণ্টার মধ্যে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি, যা পাহাড়ি এলাকায় হঠাৎ বন্যা ও ভূমিধস ডেকে আনে।
উদ্ধারকাজে সেনা, বিমানবাহিনী ও পুলিশ সদস্যরা কাজ করছেন। অনেককে হাসপাতালে নেওয়া হয়েছে। জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, উদ্ধার অভিযানে অভ্যন্তরীণ ও বাইরের সব ধরনের সম্পদ ব্যবহার করা হচ্ছে।
চলতি মাসের শুরুর দিকে ভারতের উত্তরাখণ্ডে অনুরূপ বন্যায় অন্তত চারজন মারা যায়।
বিডিপ্রতিদিন/কবিরুল