রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর জাপান সুনামি সতর্কতা জারি করা হয়। জাপানের পর এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়ও সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
বিবিসির খবর অনুসারে, জাপানে ইতোমধ্যে কয়েকটি অঞ্চলে সুনামির ঢেউ আছড়ে পড়েছে। দেশটির পূর্ব উপকূলজুড়ে প্রায় ১.৯ মিলিয়ন মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি সরিয়ে নেওয়া হয়েছে হোক্কাইডো অঞ্চল থেকে। সেখানে ১০ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে ভবনের ছাদ বা উঁচু স্থানে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, সুনামির ঢেউয়ের উচ্চতা ৩ মিটার পর্যন্ত হতে পারে। হোক্কাইডো থেকে ওয়াকায়ামা পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে শত শত কিলোমিটারজুড়ে সুনামি সতর্কতা বলবৎ রয়েছে।
এদিকে, ইন্দোনেশিয়ার ভূ-ভৌগোলিক সংস্থা পাপুয়া অঞ্চলের উপকূলীয় শহরগুলোতে সুনামি সতর্কতা জারি করেছে। তাদের আশঙ্কা, বুধবার বিকালের মধ্যে ০.৫ মিটার উচ্চতার ঢেউ ওইসব অঞ্চলে আঘাত হানতে পারে। উত্তর মালুকু এবং গোরোন্তালো প্রদেশের কিছু অংশেও ঝুঁকি রয়েছে।
রাশিয়ার ভূমিকম্পে উপদ্বীপটির কিছু এলাকা প্লাবিত হয়েছে এবং ভবন ক্ষতির খবরও মিলেছে। স্থানীয় প্রশাসন উপকূল এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ১৯.৩ কিলোমিটার গভীরে এবং আভাচা উপসাগরের কাছে পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে ১২৬ কিলোমিটার দূরে এর উৎপত্তি।
বিশেষজ্ঞরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। বেশ কয়েকটি দেশে জরুরি সতর্কতা অব্যাহত রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল