গাজীপুরের কালিয়াকৈরে ব্যাংকে যাওয়ার পথে দুই তরুণকে প্রাইভেট কার দিয়ে চাপা দিয়ে আতঙ্ক সৃষ্টি করে তাদের কাছ থেকে পৌনে ৯ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দলিল লেখক ও পুলিশ জানায়, বিকেল তিনটার দিকে কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকার দলিল লেখকদের কার্যালয় থেকে দলিল লেখক জুলহাস উদ্দিন একটি জমি রেজিস্ট্রেশন করার জন্য তার ছেলে আবদুল্লাহ প্রিন্স ও ভাগনে রাশেদ খানকে ৮ লাখ ৭৫ হাজার ১৬৯ টাকা দিয়ে সোনালী ব্যাংকের কালিয়াকৈর বাজারের শাখায় পাঠান। তারা টাকার ব্যাগ নিয়ে অটোরিকশায় করে কালিয়াকৈরের উপজেলা খাদ্যগুদামের কাছে পৌঁছালে একদল ছিনতাইকারী প্রাইভেট কার দিয়ে তাদের চাপা দেয়। অটোরিকশায় থাকা দুইজন আতঙ্কিত হয়ে গেলে সেই সুযোগে গাড়ি থেকে ছিনতাইকারীরা নেমে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টাকা উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/নাজিম