সিলেট থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক পাচারের চেষ্টাকালে র্যাবের হাতে তিনজন আটক হয়েছেন। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত পৌণে ১০টার দিকে নগরীর জিব্দাবাজারস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কুশিয়ারা গ্রামের মো. মোতালিবের ছেলে আরমান (৩৪), শাসনেরবাগ গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে নাদিম মিয়া (৪১) ও নান্নু মিয়ার ছেলে ইমন (২৭)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মঙ্গলবার রাত পৌণে ১০টার দিকে বাচ্চাদের পায়জামা ও আন্ডারওয়্যারের ভেতরে ফেনসিডিলের বোতল লুকিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানোর চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএম