পটুয়াখালীর কলাপাড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় মো. নুরউদ্দিন হাওলাদার (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পৌর শহরের বাদুরতলী স্লুইস এলাকায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত নুরউদ্দিন ওই এলাকার মো.ফারুক হাওলাদারের ছেলে।
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম