ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সম্ভাব্য নতুন হামলার হুমকিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে এ উদ্বেগ জানান।
তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর নিয়মিত ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার হুমকি অত্যন্ত উদ্বেগজনক। কথিত পারমাণবিক অস্ত্র বিস্তারের আশঙ্কা দেখিয়ে যে ধরনের মন্তব্য করা হচ্ছে, তা ভয়াবহ প্রচ্ছন্নতার উদাহরণ।
জাখারোভা আরও বলেন, বিশ্ব পরিমণ্ডলে পারমাণবিক স্থাপনায় বোমা হামলা যেন কোনোভাবেই স্বাভাবিক বা নিয়মিত ঘটনা না হয়ে দাঁড়ায়। এর সঙ্গে সম্পর্কিত বিপর্যয়কর ঝুঁকি উপেক্ষা বা ন্যায়সংগত বলা যায় না।
তিনি জানান, ইরান ও জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মধ্যে সহযোগিতা স্বাভাবিক রাখতে হলে টেকসই ও শান্তিপূর্ণ সমাধান খোঁজা জরুরি, এবং একইসঙ্গে তেহরানের ওপর নতুন করে হামলা চালানো থেকে বিরত থাকার নিশ্চয়তা দিতে হবে।
এর আগে, গত জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করে যে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। সেই দাবির ভিত্তিতে তারা ইরানের কিছু পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। তবে তেহরান বারবার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে মস্কো। এ বছরই দুই দেশের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মন্তব্য এসেছে এমন এক সময়, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এবং পারমাণবিক ইস্যুতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। সূত্র: রয়টার্স।
বিডি-প্রতিদিন/শআ