পঞ্চগড়ে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শেষ হয়েছে। বুধবার বিকেলে সরকারি অডিটোরিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। "পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি"এই প্রতিপাদ্যকে ঘিরে এই বৃক্ষমেলা আয়োজন করা হয়। অডিটোরিয়াম চত্বরে অনুষ্ঠিত বৃক্ষমেলায় ৩৪ টি নার্সারী স্টল দেয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন। এসময় আরও বক্তব্য রাখেন মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম এবং পরিবেশ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক ইউসুফ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার সরকার। স্বাগত বক্তব্য দেন সামাজিক বন বিভাগের পঞ্চগড়ের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা হরিপদ দেবনাথ। বৃক্ষমেলার অংশ হিসেবে অংশগ্রহণকারী স্টলগুলোর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি তিনটি স্টলকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনের জন্য ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম