রাশিয়ার কামচাটকা উপদ্বীপে অবস্থিত ক্লুচেভস্কয় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু হয়েছে বলে জানিয়েছে রুশ ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ সংস্থা। বুধবার প্রশান্ত মহাসাগরে সংঘটিত শক্তিশালী ৮.৮ মাত্রার ভূমিকম্পের পরপরই আগ্নেয়গিরিটি সক্রিয় হয়ে ওঠে।
রুশ বিজ্ঞান একাডেমির ভূ-ভৌগোলিক পরিষেবা একটি টেলিগ্রাম বার্তায় জানায়, “পশ্চিম ঢালে গরম, দাহ্য লাভার প্রবাহ নেমে আসছে। আগ্নেয়গিরির উপরে প্রবল জ্বলজ্বলে আলো ও বিস্ফোরণ দেখা যাচ্ছে।”
ক্লুচেভস্কয় আগ্নেয়গিরিটি পৃথিবীর অন্যতম উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি। এটি পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ৪৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
ইতিপূর্বেও বহুবার অগ্ন্যুৎপাত করেছে এই আগ্নেয়গিরিটি, তবে ভূমিকম্পের সাথে এমন প্রত্যক্ষ সংযোগ বিরল। স্থানীয় সময় বুধবারের ভূমিকম্পে কামচাটকার বিভিন্ন এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন আহত হন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া ও ভূগর্ভস্থ তৎপরতার উপর কড়া নজর রাখছে রুশ জরুরি পরিষেবা। স্থানীয় বাসিন্দাদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল