অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দিনাজপুরের বিরলের কিশোরীগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের সংকোবানী গ্রামের কিশোরীগঞ্জ সীমান্তের ৩৩০ মেইন পিলারের ৩নম্বর সাব পিলারের কাছে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-উপজেলার ধামইড় ইউপি’র বাজনাহার বাদরুনিয়া গ্রামের উপনাথ চন্দ্র দেবশর্মার ছেলে মানিক (২২) ও ভান্ডারা ইউপি’র রামচন্দ্রপুর গ্রামের খটুপাড়া গ্রামের শুনিলের মেয়ে গোলাপি (২০)।
বিজিবি জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় বাংলাদেশ থেকে ভারতের অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিল আটক ২ বাংলাদেশি। এসময় বিজিবি সদস্যদের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে আটককৃতদের জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদপত্র যাচাই বাছাই করে পরবর্তী আইনাননুগ ব্যবস্থা গ্রহনের জন্য বিরল থানায় হস্তান্তর করা হয়।
দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এ তথ্য নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম