চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ চেক দেওয়া হয়েছে। শুক্রবার নগরীর নতুনপাড়া বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করেন বিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
এতে আহত ৫ জনকে ক্ষতিপূরণ বাবদ ১৩ লাখ টাকা এবং নিহত ১৯ জনের প্রতি পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। অনুষ্ঠানে আহত ও নিহতদের পরিবারকে মোট ১ কোটি ৮ লাখ টাকার চেক প্রদান করা হয় ।
এরআগে সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট এক মতবিনিময় সভা বিআরটিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহমেদ, বিআরটিএ’র পরিচালক (প্রশাসন) কামরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাসুদ আলম, উপ-পরিচালক (প্রশাসন) মাসুম বিল্লাহ, জেলা প্রশাসন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রæপের মহাসচিব মোরশেদুল আলম কাদেরী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অলি আহমেদ। সভায় সড়ক পরিবহন খাতের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।
বিডি প্রতিদিন/এএম