নাটোরের সিংড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) রাতে উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া গ্রামে এই অভিযান চালানো হয়।
আটককৃত ব্যক্তির নাম মোঃ আশরাফুল ইসলাম (৪০)। তিনি শেরকোল ইউনিয়নের আগপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা।
অবৈধ মাদক পাচার সংক্রান্ত একটি গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও সিংড়া থানা পুলিশের একটি যৌথ পেট্রোল টিম রাতে শেরকোল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আশরাফুল ইসলাম সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম। তিনি জানান, আশরাফুল ইসলামকে মাদকদ্রব্যসহ আটক করে আইনানুগ প্রক্রিয়ায় নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক