নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এসএসসি ও এইচএসসিতে উত্তীর্ণ ৩৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় জেলা ও উপজেলা শিক্ষা অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাতআরা ফেরদৌস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শারফুল ইসলাম, রহমত ইকবাল অনার্স কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম মৃধা, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও অনুষ্ঠান সঞ্চালক সাজেদুল করিম সিদ্দিকী এবং সংবর্ধিত শিক্ষার্থী আউয়াল বিনতে জুবাইদা ও আতিকুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সংবর্ধনা শিক্ষার্থীদের জন্য উৎসাহ ও ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
আয়োজকরা জানান, ২০২২ ও ২০২৩ সালে এসএসসি ও এইচএসসিতে কৃতিত্বপূর্ণ ফল অর্জন করা শিক্ষার্থীদেরই সংবর্ধনার জন্য নির্বাচন করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক