সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন। ১৯৯৩ সালের ১০ অক্টোবর বান্দরবান শুটিংয়ে গেলেন এ নায়ক। আর ১৭ অক্টোবর স্বামীর শুটিং দেখতে বান্দরবান রওয়ানা দেন স্ত্রী জাহানারা কাঞ্চন ও সন্তানরা। তাদের সঙ্গে একই মাইক্রোবাসে এ টি এম শামসুজ্জামানের পরিবারের সদস্যরাও ছিলেন। কাঞ্চনের জন্য নিজ হাতে প্রথমবার বিস্কুট বানিয়ে নিয়ে যাচ্ছিলেন স্ত্রী জাহানারা; কিন্তু সেই বিস্কুট আর খেতে পারেননি কাঞ্চন। তার আগেই সব শেষ। জানা যায়, ড্রাইভার জোরে গাড়ি চালাচ্ছিল। জাহানারা বারবার সাবধান করছিল। চালকের পেছনের সিটে বসেছিলেন তিনি। দুর্ঘটনার সময় চালক মাইক্রোবাস ঘোরানোর চেষ্টা করলে ট্রাক সরাসরি এসে জাহানারার ওপর আঘাত করে। ইলিয়াস কাঞ্চন বলেন, ‘শুটিং চলছিল। হোটেল থেকে আমাকে খবর দিল আমার ফোন এসেছে। হোটেল ম্যানেজার বলল, আপনার পরিবার আসার কথা ছিল। আপনি ঘাবড়াবেন না। গাড়িটা অ্যাকসিডেন্ট করেছে। ওনারা অতটা না, মোটামুটি ভালো। আপনি শুটিং প্যাক আপ করে চলে যান। তখন হোটেল থেকে শুটিংস্থলে ফেরার পথে নানা ভাবনা আসছিল আমার মনে। নিজেও আগে দুর্ঘটনার শিকার হয়েছিলাম। সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছিলাম। ভাবছিলাম হয়তো ওদের নিয়ে সিঙ্গাপুর যেতে হতে পারে। যেহেতু শুটিং প্যাক আপ করতে বলেছে তার মানে সিরিয়াস কিছু হবে। আমি আসরের নামাজ পড়লাম। সবাই তাগাদা দিচ্ছিল তাড়াতাড়ি যেতে। রওনা দিয়ে যাওয়ার সময় রাস্তায় দুর্ঘটনার গাড়িটা দেখলাম। দেখেই মনটা শূন্য হয়ে গেল। পরে যখন হাসপাতালে গেলাম, দেখলাম বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে কেমন যেন হয়ে গেছে। এ টি এম ভাইও বসে আছেন বিধ্বস্ত হয়ে। আমি জিজ্ঞাসা করলাম জাহানারা কোথায়? এ টি এম ভাই বললেন, তোমাকে ধৈর্য ধরতে হবে। তখন আমি চিৎকার করলাম। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, উপন্যাসের মতোই আমার জীবন। অনেক উপন্যাস পড়তাম। শরৎচন্দ্রের বই বেশি পড়া হতো। জীবনকে বিভিন্নভাবে দেখতে চেয়েছিল জাহানারা। মানুষের সব চাওয়া পূরণ হয় না।
শিরোনাম
- স্যার জন উইলসন স্কুলের ৩০ বছর পূর্তি উদযাপন
- নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই সমান অধিকার পাবে : প্রধান উপদেষ্টা
- ভারতে নারীদের ক্যান্সারের প্রকোপ বেশি, মৃত্যুহার বেশি পুরুষের
- ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন প্রধান উপদেষ্টার
- চাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর চবি, দ্বিতীয় দিনে মনোনয়ন নিলেন ১৪১ প্রার্থী
- দশ বছর ধরে ছাদে পাখিদের আপ্যায়ন
- ‘ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য’
- মানিকগঞ্জে এবার ৫৫৩ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
- চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা
- উজানে বৃষ্টিপাত, সিলেটে বাড়ছে নদীর পানি
- চাঁদপুরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- প্যারিসে জমকালো আয়োজনে শুরু টেক্সটাইল সোর্সিং মেলা ২০২৫
- খুলনায় চুরি হওয়া নবজাতক ৬ ঘণ্টা পর উদ্ধার
- কুমিল্লায় চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ৮ শ্রমিক কারাগারে
- পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: চসিক মেয়র
- নারায়ণগঞ্জে ৬ কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- ইসরায়েল আর কোনো হামলা চালাবে না কাতারে : ট্রাম্প
- এনবিআরে ১৮২ জনের দপ্তর বদল, বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত ২
- কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানাল বাংলাদেশ
- ফের ভেনেজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
কী ঘটেছিল সেদিন
এ টি এম ভাই বললেন তোমাকে ধৈর্য ধরতে হবে : ইলিয়াস কাঞ্চন
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন
