সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন। ১৯৯৩ সালের ১০ অক্টোবর বান্দরবান শুটিংয়ে গেলেন এ নায়ক। আর ১৭ অক্টোবর স্বামীর শুটিং দেখতে বান্দরবান রওয়ানা দেন স্ত্রী জাহানারা কাঞ্চন ও সন্তানরা। তাদের সঙ্গে একই মাইক্রোবাসে এ টি এম শামসুজ্জামানের পরিবারের সদস্যরাও ছিলেন। কাঞ্চনের জন্য নিজ হাতে প্রথমবার বিস্কুট বানিয়ে নিয়ে যাচ্ছিলেন স্ত্রী জাহানারা; কিন্তু সেই বিস্কুট আর খেতে পারেননি কাঞ্চন। তার আগেই সব শেষ। জানা যায়, ড্রাইভার জোরে গাড়ি চালাচ্ছিল। জাহানারা বারবার সাবধান করছিল। চালকের পেছনের সিটে বসেছিলেন তিনি। দুর্ঘটনার সময় চালক মাইক্রোবাস ঘোরানোর চেষ্টা করলে ট্রাক সরাসরি এসে জাহানারার ওপর আঘাত করে। ইলিয়াস কাঞ্চন বলেন, ‘শুটিং চলছিল। হোটেল থেকে আমাকে খবর দিল আমার ফোন এসেছে। হোটেল ম্যানেজার বলল, আপনার পরিবার আসার কথা ছিল। আপনি ঘাবড়াবেন না। গাড়িটা অ্যাকসিডেন্ট করেছে। ওনারা অতটা না, মোটামুটি ভালো। আপনি শুটিং প্যাক আপ করে চলে যান। তখন হোটেল থেকে শুটিংস্থলে ফেরার পথে নানা ভাবনা আসছিল আমার মনে। নিজেও আগে দুর্ঘটনার শিকার হয়েছিলাম। সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছিলাম। ভাবছিলাম হয়তো ওদের নিয়ে সিঙ্গাপুর যেতে হতে পারে। যেহেতু শুটিং প্যাক আপ করতে বলেছে তার মানে সিরিয়াস কিছু হবে। আমি আসরের নামাজ পড়লাম। সবাই তাগাদা দিচ্ছিল তাড়াতাড়ি যেতে। রওনা দিয়ে যাওয়ার সময় রাস্তায় দুর্ঘটনার গাড়িটা দেখলাম। দেখেই মনটা শূন্য হয়ে গেল। পরে যখন হাসপাতালে গেলাম, দেখলাম বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে কেমন যেন হয়ে গেছে। এ টি এম ভাইও বসে আছেন বিধ্বস্ত হয়ে। আমি জিজ্ঞাসা করলাম জাহানারা কোথায়? এ টি এম ভাই বললেন, তোমাকে ধৈর্য ধরতে হবে। তখন আমি চিৎকার করলাম। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, উপন্যাসের মতোই আমার জীবন। অনেক উপন্যাস পড়তাম। শরৎচন্দ্রের বই বেশি পড়া হতো। জীবনকে বিভিন্নভাবে দেখতে চেয়েছিল জাহানারা। মানুষের সব চাওয়া পূরণ হয় না।
শিরোনাম
- ইসরায়েল কূটনৈতিকভাবে ‘বিচ্ছিন্ন’ হয়ে পড়ছে: জার্মানি
- তেহরানে ভয়াবহ পানি সংকটের শঙ্কা, সতর্ক করলেন পেজেশকিয়ান
- নাটোরে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় ঝালমুড়ি বিক্রেতা উদ্ধার
- সংবিধান সংশোধন জটিল করতেই কেউ কেউ পিআর পদ্ধতির প্রস্তাব দিচ্ছে : সালাহউদ্দিন
- প্রাইজবন্ডের ড্র, লাখ টাকা পুরস্কার পেল যেসব নম্বর
- আগামী নির্বাচন দেশের প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ : তারেক রহমান
- অক্টোবরে আসিয়ান সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্প
- সিংড়ায় ৬০ পিস ইয়াবাসহ আটক ১
- পাইলটকে পুড়িয়ে হত্যায় সুইডিশ নাগরিকের যাবজ্জীবন
- সিংড়ায় ৩৯ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- যুক্তরাষ্ট্রে এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত
- উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট
- শিক্ষাঋণ ২০ শতাংশ মওকুফ করছে অস্ট্রেলিয়া
- বগুড়ায় যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, জড়িতদের গ্রেপ্তারের দাবি
- পরমাণু আলোচনা পুনরায় শুরুর আগে ক্ষতিপূরণ দাবি ইরানের
- পাল্টে যাচ্ছে কক্সবাজার-চট্টগ্রাম রুটের ট্রেনের সময়সূচি
- কালিয়াকৈরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- গণতন্ত্র চর্চা করলে সমাজের বৈষম্য হ্রাস পায় : গণশিক্ষা উপদেষ্টা
- শহীদদের স্মরণে দিনাজপুরে আইনজীবী ফোরামের আলোচনা সভা
- আন্দোলনের মুখে লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ