ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এ তথ্য জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০০টিরও বেশি ঘরবাড়ি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত রাত ২টা ৫২ মিনিটে কম্পন অনুভূত হয়। ইউএসজিএস জানিয়েছে, ভূপৃষ্ঠের ৬৮ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে ভূমিকম্পটি। এর উৎপত্তিস্থল ছিল বেংকুলু প্রদেশের কাছে।
এদিকে দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূপৃষ্ঠের ৮৪ কিলোমিটার গভীরে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় সুনামির কোনো সম্ভাবনা নেই।
জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা-এর মুখপাত্র আবদুল মুহারি জানান, ভূমিকম্পে প্রাদেশিক রাজধানী বেংকুলু শহরে ১৪০টি বেশি বাড়িঘর এবং কমপক্ষে ছয়টি সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরোপুরি ভেঙে পড়েছে আটটি বাড়ি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ