হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের নামে থাকা স্ট্যান্ড আর দেখা যাবে না। নর্থ প্যাভিলিয়ন স্ট্যান্ড থেকে তার নাম সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে হায়দরাবাদভিত্তিক ‘লর্ডস ক্রিকেট ক্লাব’-এর দায়ের করা এক অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেয় হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচসিএ)।
এখন থেকে এই গ্যালারির টিকিটেও আজহারউদ্দিনের নাম থাকবে না। শনিবার এইচসিএর নৈতিক কর্মকর্তা ও ন্যায়পাল বিচারপতি ভি ইশ্বরাইয়া এই নির্দেশনা দেন। তবে এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ আজহারউদ্দিন উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
২০১৯ সালে নর্থ প্যাভিলিয়ন স্ট্যান্ডের নাম ‘ভিভিএস লক্ষ্মণ প্যাভিলিয়ন’ থেকে বদলে ‘আজহারউদ্দিন স্ট্যান্ড’ করা হয়েছিল। তখন এইচসিএ-এর সভাপতি ছিলেন আজহারউদ্দিন নিজেই।
লর্ডস ক্রিকেট ক্লাব তাদের আবেদনে উল্লেখ করে, আজহারউদ্দিন এইচসিএ-র মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন এবং নিয়মবিধি লঙ্ঘন করেছেন। তারা ‘রুল ৩৮’-এর উল্লেখ করে জানায়, অ্যাপেক্স কাউন্সিলের কোনো সদস্য নিজের পক্ষে সিদ্ধান্ত নিতে পারেন না। সেই কারণেই আজহারউদ্দিনের নাম স্ট্যান্ড থেকে সরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।
এই অনুরোধ গ্রহণ করে সিদ্ধান্ত দিয়েছেন এইচসিএ-র ন্যায়পাল। তবে এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আজহারউদ্দিন। তিনি বলেছেন, ‘এতে কোনো স্বার্থের সংঘাত নেই। আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না, এত নিচে নামতে চাই না। ক্রিকেটবিশ্ব এ নিয়ে হাসাহাসি করবে। ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ার, যার মধ্যে প্রায় ১০ বছর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। হায়দরাবাদে এভাবেই ক্রিকেটারদের সম্মান দেওয়া হয়! খুবই দুঃখজনক অবস্থা। আমরা অবশ্যই আদালতে যাবো। আইন তার নিজস্ব গতিতে চলবে।’
অন্যদিকে, এই সিদ্ধান্তে খুশি লর্ডস ক্রিকেট ক্লাব। ক্লাবের কোষাধ্যক্ষ সোমনা মিশ্র বলেন, ‘এই সিদ্ধান্ত স্বচ্ছতা ও সততার প্রতি আমাদের অঙ্গীকারকে আরো দৃঢ় করে। সঠিক ও ন্যায্য মূল্যায়নের জন্য আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’
বিডি প্রতিদিন/এমআই