সোমবার (২১ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
আজ শ্রম সংস্কার কমিশনের এক্সিকিউটিভ সেক্রেটারি নূর জাহান আমিনা মুন এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের লক্ষ্যে গঠিত শ্রম সংস্কার কমিশন আগামী সোমবার (২১ এপ্রিল) প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে। এ উপলক্ষে ২১ এপ্রিল বিকেল ৪টায় বিজয়নগরে অবস্থিত শ্রম ভবনের সম্প্রীতি সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ (নির্বাহী পরিচালক, বিলস), কমিশনের অন্যান্য সদস্যরা, এবং কমিশনের বিভিন্ন টেকনিক্যাল কাজে নিয়োজিত সদস্যরা উপস্থিত থাকবেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন