রংপুর সদর উপজেলার তিস্তা সেচ ক্যানেল থেকে শফিউল ইসলাম (৬৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে মমিনপুর ইউনিয়নের জানপুর এলাকার ক্যানেলে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মৃত ব্যক্তি বদরগঞ্জ উপজেলার মধুপুর এলাকার বাসিন্দা।
পুলিশ ও এলাকবাসি সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১ টার দিকে তার লাশ ক্যানেলে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থ্যনীয়রা পুলিশে খবর দেয়। প্রথমে অজ্ঞাত থাকলেও রবিবার সকালে তার পরিচয় শনাক্ত করা হয়।
কোতয়ালী সদর থানার ওসি অলিভ মাহামুদ বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাতে কোন এক সময়ে ক্যানেলে ডুবে মারা যান। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম