ইসরায়েলের একটি বিমানবন্দরে হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বৃহস্পতিবার সকালে বলেছেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিটগুলি তেল আবিবের ২০ কিলোমিটার (১২ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে একটি প্যালেস্টাইন-২ হাইপারসনিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
সারি উল্লেখ করেছেন, প্রতিশোধমূলক হামলা সফলভাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে।
তিনি বলেছেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী পঞ্চম দিনের জন্য ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকান আগ্রাসনের কার্যকরভাবে মোকাবেলা চালিয়ে যাচ্ছে।
সারি বলেন, ইয়েমেনি সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র বাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী লোহিত সাগরে শত্রু যুদ্ধজাহাজ, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান বিমানবাহী রণতরী এবং এর সহযোগী যুদ্ধজাহাজ রয়েছে, তাদের লক্ষ্যবস্তু করছে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল