তৃণমূল কংগ্রেসের মুসলিম বিধায়কদের রাস্তায় ছুড়ে ফেলে দেয়ার হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার এ মন্তব্যর পর সরগরম হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি।
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর আপত্তিকর মন্তব্যের জেরে গত কয়েকদিন ধরে উত্তপ্ত রাজ্যের রাজনীতির মাঠ। শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।
শুভেন্দুর মন্তব্যের কড়া জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এটা উত্তরপ্রদেশ নয়, এটা পশ্চিমবঙ্গ এখানে সব ধর্মের সমান অধিকার।’
তিনি আরও বলেন, গণতন্ত্র চিরস্থায়ী, কিন্তু চেয়ার চিরস্থায়ী নয়। চেয়ারকে সম্মান করুন। মুসলিম বিধায়কদের বহিষ্কার করার কথা আপনি (শুভেন্দু) কীভাবে ভাবতে পারেন? এখন রোজার মাস চলছে, তাই তারা (বিজেপি) মুসলিমদের লক্ষ্যবস্তু করছে এবং মুসলিমরা এটা মোটেই পছন্দ করে না। আসলে তারা (বিজেপি) দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক পতন থেকে সকলের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্যই সাম্প্রদায়িক বক্তব্য রাখছেন।
শুভেন্দুর বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে মমতা আরও বলেন, বিধানসভায় আমাদের অবশ্যই এ ব্যাপারে একটি প্রস্তাব গ্রহণ করতে হবে এবং একটি ধর্মকে অবমাননা করার বক্তব্যের নিন্দা করতে হবে।
মমতার অভিমত, বিজেপি ‘ভুয়া হিন্দুত্ব’ আমদানি করেছে। বিজেপি যে ধরনের হিন্দুত্ব আমদানি করছে সেটা বেদ (হিন্দুদের ধর্মগ্রন্থ) সমর্থন করে না।
বিডি-প্রতিদিন/শআ