নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহকে স্বাগত জানিয়ে হাজারো সমর্থক রাজধানী কাঠমান্ডুতে সমাবেশ করেছে এবং রাজতন্ত্র পুনর্বহালের দাবি জানিয়েছে।
পশ্চিম নেপাল সফর শেষে গত রবিবার (৯ মার্চ) ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রায় ১০ হাজার সমর্থক রাজাকে স্বাগত জানান। এসময় তারা স্লোগান দিতে থাকে, ‘রাজপ্রাসাদ খালি করো, রাজাকে ফেরাও, দেশ বাঁচাও।’
রাজতন্ত্র পুনর্বহালের দাবি কেন?
২০০৬ সালে গণআন্দোলনের মুখে জ্ঞানেন্দ্র শাহ ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং ২০০৮ সালে দেশটির সংসদ রাজতন্ত্র বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়। তবে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও অর্থনৈতিক সংকটের কারণে অনেক নাগরিক রাজতন্ত্র পুনর্বহালের দাবি তুলছেন।
রাজতন্ত্রপন্থীদের মতে, ২০০৮ সালের পর দেশটিতে ১৩ বার সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি।
রাজতন্ত্রপন্থী ৭২ বছর বয়সী থির বাহাদুর ভাণ্ডারি বলেন, "আমরা রাজাকে সমর্থন জানাতে এবং তাকে সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠিত করতে এখানে এসেছি।"
এক সময় রাজতন্ত্রবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ৫০ বছর বয়সী কাঠমিস্ত্রি কুলরাজ শ্রেষ্ঠা বলেন, "আমি রাজতন্ত্রের পতনের পক্ষে ছিলাম, ভেবেছিলাম এটি দেশের জন্য ভালো হবে। কিন্তু এখন দেখছি, আমি ভুল ছিলাম। দেশ আরও গভীর সংকটে পড়েছে।"
তবে, বিশ্লেষকদের মতে, সাবেক রাজাকে ক্ষমতায় ফেরানোর সম্ভাবনা খুবই কম। এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি জ্ঞানেন্দ্র শাহ।
প্রসঙ্গত, ২০০১ সালে প্রাসাদ হত্যাকাণ্ডের পর জ্ঞানেন্দ্র শাহ তার ভাইয়ের স্থলাভিষিক্ত হয়ে নেপালের রাজা হন। ২০০৫ সালে তিনি সরকার ও সংসদ ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করেন।
সূত্র: এপি
বিডি প্রতিদিন/আশিক