যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ওয়েস্টমিনস্টার প্রাসাদের ঐতিহাসিক এলিজাবেথ টাওয়ারে (বিগ বেন) উঠে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন এক ব্যক্তি। ১৬ ঘণ্টা সেখানে থেকে নেমে আসার পরপর তাকে গ্রেফতার করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
রবিবার পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে লন্ডনের প্যালেস অব ওয়েস্টমিনস্টারে বিগ বেনের এলিজাবেথ টাওয়ারের নীচের অংশে ওঠেন এক ব্যক্তি।
ব্রিটিশ মিডিয়া অনুসারে, তিনি একটি ফিলিস্তিনি পতাকা নেড়েছিলেন এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে চিৎকার করছিলেন।
মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র বলেছেন, “আমরা লন্ডন ফায়ার ব্রিগেড-সহ অন্যান্য সংস্থার সাথে কাজ করেছি। জীবনের ঝুঁকি কমিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনাটি বন্ধ করতে বিশেষজ্ঞ অফিসারদের মোতায়েন করেছি।”
স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি কর্মীরা ওই ব্যক্তির সাথে আলোচনার জন্য একটি ক্রেনে ওঠেন। পরে তিনি নিজেই নেমে আসেন।
মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র এর আগে জানিয়েছিলেন, এলিজাবেথ টাওয়ারের এ ঘটনার বিষয়ে শনিবার গ্রিনিচ মান সময় ৭টা ২৪ মিনিটের দিকে জানতে পারেন তারা।
স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার পর শনিবার সকাল থেকেই ওয়েস্টমিনস্টার ব্রিজ দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি বন্ধ রাখা হয় যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনে ভ্রমণের আয়োজনগুলোও। ওই ব্যক্তিকে গ্রেফতার করার পর সেখানকার রাস্তাগুলো খুলে দেওয়া হয়েছে। সূত্র: বিবিসি, সিএনএন, স্কাই নিউজ
বিডি প্রতিদিন/একেএ