ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা দিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক সংলাপে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আগামী সপ্তাহে সৌদি আরবে এই বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান নিয়ে আলোচনা হবে।
জেলেনস্কি শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, এই যুদ্ধের প্রথম মুহূর্ত থেকেই ইউক্রেন শান্তি চেয়ে এসেছে। বাস্তবসম্মত প্রস্তাব আলোচনার টেবিলে আছে। এখন দরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ।
গত জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য আদান-প্রদান স্থগিত রেখেছেন। তিনি দাবি করেছেন, জেলেনস্কি শান্তিচুক্তি নিয়ে যথেষ্ট আন্তরিক নন। রাশিয়া তিন বছর আগে ইউক্রেন আক্রমণ চালিয়ে দেশটির প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখল করেছে।
জেলেনস্কি জানিয়েছেন, তিনি আগামী সপ্তাহে সৌদি আরব সফরে যাচ্ছেন। সোমবার তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। এরপর মঙ্গলবার ইউক্রেনের কূটনৈতিক ও সামরিক প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন।
জেলেনস্কির সঙ্গে এই সফরে থাকবেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা, প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক এবং প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ। অন্যদিকে, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুদ্ধের অবসানে একটি কাঠামোগত সমঝোতা নিয়ে আলোচনা চলছে এবং এটি নিয়ে আগামী সপ্তাহে সৌদি আরবে বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে জেলেনস্কি ও ট্রাম্পের বৈঠক হয়। তবে শান্তি আলোচনা নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ দেখা দেয়, যা আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কাড়ে। এখন সৌদি আরবের আলোচনাকে এই সংকট নিরসনের নতুন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।