মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির হওয়া সাম্প্রতিক বাকবিতণ্ডা নিয়ে বিশ্বমহলে আলোচনা তুঙ্গে। সেদিন জেলেনস্কিকে ট্রাম্পের সঙ্গে একটি কাঙ্ক্ষিত খনিজ চুক্তিতে সই না করেই চলে যেতে হয়েছিল।
এমন প্রেক্ষাপটে ইরান সরকারের মুখপাত্র ফাতেমা মহাজেরানি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি একটি পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, একজন রাষ্ট্রপতির সাথে একটি দেশের সম্পদ নিয়ে জুয়া (খনিজ চুক্তি) খেলবেন না। এই জুয়ায় আপনার দেশের সম্পদ হারাবেন না। সে বিষয়ে সতর্ক থাকুন।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মহাজেরানি বলেন, নিরাপত্তা কেনা যায় না। মানুষের হৃদয়ে নিরাপত্তা সৃষ্টি করতে হবে।
পুরো যুদ্ধজুড়ে ইউক্রেনের জন্য পশ্চিমাদের আর্থিক ও সামরিক সহায়তায় নেতৃত্ব দিয়েছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। তবে রাশিয়া বারবার এর প্রতিবাদ করে বলেছে, পশ্চিমা সহায়তাগুলো কেবল সংঘাতকে দীর্ঘায়িত করছে।
এখন ডোনাল্ড ট্রাম্পর অধীনে যুক্তরাষ্ট্র সরকার ইউক্রেনকে 'শান্তিচুক্তির পথে বাধা হয়ে দাঁড়ানোর' জন্য অভিযুক্ত করেছে। গত ২৮ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় ট্রাম্প বলেন, 'আপনি এখন সত্যিই ভালো অবস্থানে নেই।'
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে ইরান সরকারের মুখপাত্র মোহাজেরানি বলেন, আমরা সর্বোচ্চ চাপের মুখে আলোচনায় বসব না। আলোচনা হতে হবে, একটি অভিন্ন লক্ষ্যে পৌঁছানর উপায়।
বিডি-প্রতিদিন/শআ