হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাগবিতণ্ডায় জড়িয়েছেন।
এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভলোদিমির জেলেনস্কিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে ওভাল অফিসে ঘটে যাওয়া বাগবিতণ্ডার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।
ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকেই উত্তপ্ত বাক্যবিনিময় হওয়ার পর সিএনএন-এ দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, জেলেনস্কির উচিত এমন একটি বৈঠকের জন্য এবং আমাদের সময় নষ্ট করার জন্য ক্ষমা চাওয়া।’
শুক্রবার সাংবাদিকদের সামনে বৈঠকে জেলেনস্কিকে একের পর কথার আক্রমণ করেন ট্রাম্প। জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলে অভিযোগ করে তিনি বলেন, আপনার দেশের মানুষ খুবই সাহসী। কিন্তু আপনাকে হয় (রাশিয়ার সঙ্গে) একটি চুক্তি করতে হবে নইলে আমরা আর আপনাদের সঙ্গে নেই। আর আমরা যদি না থাকি তাহলে আপনাকে একা লড়তে হবে।
ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মতপার্থক্য এক সময় চিৎকার-চ্যাঁচামেচির পর্যায়ে চলে যায়। জেলেনস্কি যুদ্ধে হেরে যাচ্ছেন দাবি করে ট্রাম্প বলেন, মানুষ মারা পড়ছে। যুদ্ধের জন্য সেনার সংখ্যাও কমছে ক্রমশ। আপনার হাতে কার্ড (বিকল্প) নেই। একবার আমরা চুক্তি সই করলে আপনি ভালো অবস্থানে চলে যাবেন। কিন্তু আপনাকে আদৌ কৃতজ্ঞ মনে হচ্ছে না। সত্যি কথা বলতে কি এটা ভালো কোনো বিষয় নয়।
ট্রাম্প জেলেনস্কিকে বলেন, যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে চাইলে ইউক্রেনকে ছাড় দিতে হবে। ছাড় দেওয়া ছাড়া আপনি কোনো চুক্তি করতে পারবেন না। তাই এটা নিশ্চিতভাবেই বলা যায় তাকে (জেলেনস্কি) কিছু ছাড় দিতে হবে। কিন্তু আশা করি, বড় কোনো ছাড় দিতে হবে না যেমনটা লোকে বলে বেড়াচ্ছে।
ট্রাম্পের এ কথার পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ করে জেলেনস্কি বলেন, একজন খুনিকে কোনো ছাড় দেওয়া উচিত নয়।
এছাড়া, পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানের সমালোচনা করেন জেলেনস্কি। একজন খুনির সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি।
শুধু ট্রাম্প নয়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও জেলেনস্কির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। ওভাল অফিসে বসে বিতণ্ডায় জড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে জেলেনস্কি অসম্মান করেছেন মন্তব্য করে ভ্যান্স বলেন, আপনি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করছেন না। তখন মাথা নেড়ে ভ্যান্সের কথায় সায় দেন ট্রাম্প।
তখন গলার স্বর উঁচু করে জেলেনস্কি উত্তর দেন, বহুবার বলেছি, আমেরিকার জনগণকে ধন্যবাদ।
বিডি-প্রতিদিন/বাজিত