নেপালের কাঠমান্ডুর উত্তরে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শুক্রবার নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
তিব্বতের সীমান্ত বরাবর হিমালয় পর্বতমালার কাছে নেপালের সিন্ধুপালচক জেলার ভৈরব কুণ্ডের কাছে ভূমিকম্পটি আঘাত হেনেছে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস ভূমিকম্পের তীব্রতা ৫.৬ এবং গভীরতা ১০ কিলোমিটার (৬.২১ মাইল) বলেছে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিলো ৫.৫।
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ভুতে কোশি গ্রামীণ পৌরসভার চেয়ারম্যান পাসাং নুরপু শেরপা রয়টার্সকে বলেছেন, "এখন পর্যন্ত আমার কাছে কোনও ক্ষয়ক্ষতির তথ্য নেই। ভূমিকম্পের ফলে নদীর ওপারে দুগুনাগাদি ভিরে ভূমিধস হয়েছে। ভূমিধসের স্থানের আশেপাশে কোনও বাড়িঘর নেই।"
সিন্ধুপালচকের জেলা গভর্নর কিরণ থাপা বলেন, ভূমিকম্পের পর দৌড়াতে গিয়ে জেলা কারাগারের একজন বন্দীর হাত ভেঙে যায় এবং তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। কোদারিতে একটি পুলিশ পোস্টের ভবনে ছোটখাটো ফাটল দেখা দেয়।
সিন্ধুপালচক জেলার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণেশ নেপালি রয়টার্সকে বলেন, এটি (ভূমিকম্প) ঘুমের মধ্যে আমাদের তীব্র ঝাঁকুনি দেয়। আমরা বাড়ি থেকে ছুটে বেরিয়ে এসেছি। লোকেরা এখন ঘরে ফিরে গেছে। আমরা এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাইনি।
বিডি প্রতিদিন/নাজমুল