যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) প্রায় সব কর্মীকে ছাঁটাই কিংবা প্রশাসনিক ছুটিতে পাঠানোর পরিকল্পনা নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে এ কথা বলা হয়েছে।
নোটিশে বলা হয়, শুধু ‘মিশন-গুরুত্বপূর্ণ কার্যক্রম, মূল নেতৃত্ব এবং বিশেষভাবে মনোনীত কর্মসূচির সঙ্গে যুক্ত কর্মীরা’ ছাড়া বাকি সব ইউএসএআইডি কর্মীকে বিশ্বব্যাপী প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে। এই সিদ্ধান্ত কার্যকর হবে স্থানীয় সময় রবিবার রাত ১১টা ৫৯ মিনিট থেকে।
এছাড়া, সংস্থার প্রায় ১ হাজার ৬০০ যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মীকে একসঙ্গে ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হবে। যে ব্যক্তিরা এ সিদ্ধান্তের আওতায় পড়বেন, তারা ২৩ ফেব্রুয়ারি ২০২৫-এ একটি আনুষ্ঠানিক নোটিফিকেশন পাবেন এবং তাদের সুবিধা ও অধিকার সম্পর্কে আরও বিস্তারিত নির্দেশনা জানানো হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
সংস্থার যেসব কর্মীকে ‘অপরিহার্য’ হিসেবে নির্ধারিত করা হয়েছে, তাদের স্থানীয় সময় ২৩ ফেব্রুয়ারি বিকাল ৫টার মধ্যে জানিয়ে দেওয়া হবে বলে ইউএসএআইডি’র পক্ষ থেকে বলা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের অধীনে সরকারি ব্যয় সংকোচনের জন্য নতুনভাবে প্রতিষ্ঠিত ‘গভর্নমেন্ট এফিশিয়েন্সি বিভাগ’–এর নেতৃত্বে থাকা ইলন মাস্ক কার্যত ইউএসএআইডি’কে বন্ধ করার উদ্যোগ নিয়েছেন।
মাস্ক ইউএসএআইডি’কে ‘একটি অপরাধী সংগঠন’ এবং ‘আমেরিকাবিরোধী চরম-বাম মার্ক্সবাদীদের বিষাক্ত গোষ্ঠী’ বলে অভিহিত করেছেন। তিনি এবং অন্যান্য ট্রাম্পপন্থি নেতারা দাবি করছেন যে, সংস্থাটি দুর্নীতি ও অপ্রয়োজনীয় ব্যয়ে জর্জরিত এবং এটি মূল কাজের বাইরে গিয়ে একটি উদারনৈতিক রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে।
তবে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন সাবেক ইউএসএআইডি কর্মকর্তা ও মানবাধিকার কর্মীরা। সূত্র: আল-জাজিরা, ভয়েস অব আমেরিকা, বিবিসি
বিডি প্রতিদিন/একেএ