ঢাকায় নবনিযুক্ত মার্কিন কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট বলেছেন, বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নত হলে মার্কিন কোম্পানিগুলো সফল হবে এবং মার্কিন রপ্তানি আরও বাড়বে। গতকাল রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যামচেমের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ। এতে যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন কোম্পানির প্রতিনিধি ও অ্যামচেমের সদস্যরা উপস্থিত ছিলেন।
পল ফ্রস্ট বলেন, মার্কিন কোম্পানিগুলো যে সমস্যার মুখোমুখি হচ্ছে তা সমাধানে আমাদের অফিস, অ্যামচেম ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। বাংলাদেশে মার্কিন রপ্তানি বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে। সৈয়দ এরশাদ আহমেদ বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় গন্তব্য, যেখানে পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক প্রতিদিনই আরও সম্প্রসারিত হচ্ছে। যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশের সবচেয়ে বড় একক বিনিয়োগকারী নয়, প্রযুক্তি ও জ্ঞানগত অংশীদারও।