গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলতি ২০২৫ সালে জিপিএ-৫ অর্জনকারী ৩২০ জন শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম। উপস্থিত ছিলেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আরিফ সরকার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বেলাল হোসেন সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া প্রেসক্লাব সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহমুদুল হক, ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোবারক হোসেন প্রধান প্রমুখ।
এছাড়া কৃতি শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
বিডি প্রতিদিন/আশিক