গত কয়েকদিনে চাউর হওয়া ঢাকাই শোবিজ দুনিয়ার দুটি খবর দর্শকদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। কারণ এমন খবর সংশ্লিষ্টরা আগেও দিয়েছিলেন। কিন্তু পরে দেখা গেছে, কথার সঙ্গে তাদের কাজের কোনো মিল ছিল না। সম্প্রতি নায়ক শাকিব জানিয়েছেন, তাঁর শুটিং শুরু হতে যাওয়া ‘প্রিন্স’ ছবিটির জন্য তিনি ৩ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। ছবির প্রযোজকও নায়কের সঙ্গে সুর মিলিয়ে একই কথা বলেছেন। কিন্তু দর্শকরা বলছেন, শাকিব আগেও বলেছিলেন আমি অমুক ছবির জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছি। বা তারও আগে ২০০৬ সালে তার অভিনীত কোটি টাকার কাবিন ছবিটি হিট হওয়ার পর দাবি করেছিলেন তিনি ছবি প্রতি ৪০/৫০ লাখের নিচে কাজ করবেন না। কিন্তু বাস্তবে দেখা গেছে তিনি ১০ লাখেও কাজ করেছেন। এর একটি উদাহরণ হলো ২০১৩ সালে জাজের ‘ভালোবাসা আজকাল’ ছবিতে শাকিব মাত্র ১০ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। আরেক নায়ক অনন্ত জলিল এর আগেও একবার ঘোষণা দিয়েছিলেন, তিনি আর ছবিতে অভিনয় করবেন না। ধর্মকর্ম আর ব্যবসাবাণিজ্য নিয়েই সময় কাটাবেন। তিনি তখন রীতিমতো মাথায় পাগড়ি আর টি-শার্ট জিন্স ছেড়ে পাজামা-পাঞ্জাবিতে থিতু হয়েছিলেন। কিন্তু কিছু দিন না যেতেই তাকে আবার দেখা নতুন ছবিতে অভিনয় নিয়ে আগের সাজ পোশাকে ফিরে যেতে। সম্প্রতি অনন্ত আবারও ঘোষণা দিয়েছেন, তিনি অভিনয় ছেড়ে পুরোপুরি ধর্মের পথে হাঁটবেন। এই দুই নায়কের এমন ঘোষণা সত্য নাকি আগের মতোই স্টান্টবাজি তা দেখার অপেক্ষায় এখন দর্শক।