কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের চাপাচোঁ গ্রামে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সুধীর বাবু (সুধীর চন্দ্র দাস)।
উল্লেখ্য, ২০২১ সালে মুসলিম বন্ধুর জানাজার নামাজে উপস্থিত হয়ে অঝোরে কাঁদার মুহূর্তের ছবি ভাইরাল হয়েছিল। ছবিতে দেখা যায়, তিনি পেছনের গাছের গুঁড়িতে বসে চোখের জল ফেলছেন। সুধীর বাবুর মৃত্যুতে গ্রামের মানুষ ও সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।
তার ছেলে অর্জুন চন্দ্র দাস জানান, বাবা বার্ধক্যজনিত কারণে মারা গেছেন এবং রাতে গ্রামের শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। অর্জুন আরও জানান, তার বাবা এবং মৃত মীর হোসেন চাচা ছিলেন বাল্যবন্ধু। শৈশব থেকেই একসঙ্গে বেড়ে ওঠা এই বন্ধুত্ব তাদের জীবনজুড়ে চলেছিল।
বিডি প্রতিদিন/আশিক